বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের লটমনি পাহাড়ে জঙ্গী প্রশিক্ষণ কেন্দ্রে অস্ত্র সরবরাহকারী মোজাহের ও তিন জঙ্গীকে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে পাঁচটি একে-২২ রাইফেল, ৫টি বিদেশী পিস্তল, ১০টি ম্যাগজিন ও বিপুল পরিমান গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, রাতে কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকায় মিড টাউন নামে একটি আবাসিক হোটেল থেকে জঙ্গী প্রশিক্ষণ কেন্দ্রে অস্ত্র সরবরাহকারী মোজাহেরকে গ্রেপ্তার করা হয়।
তার স্বীকারোক্তির ভিত্তিতে নগরী আকবরশাহ থানা এলাকা থেকে ২জন জঙ্গী ও পাঁচলাইশ থানার কসমোপলিটন আবাসিক এলাকার একটি বাসা থেকে অস্ত্র ও গোলাবারুদসহ একজন জঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি মাদ্রাসা থেকে ২৫ জনকে আটক করে র্যাব। এর মধ্যে ১২ জনের সঙ্গে জঙ্গী সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় বলে গণমাধ্যমকে জানান র্যাবের কর্মকর্তারা।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী ২১ ফেব্রুয়ারী রাতে বাঁশখালীর সাধনপুর এলাকার গভীর জঙ্গলে লটমনি পাহাড়ে অভিযান চালিয়ে জঙ্গী প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পায়। এ সময় পাঁচ জঙ্গীসহ বিপুল পরিমান অস্ত্র ও প্রশিক্ষণ সামগ্রী উদ্ধার করে র্যাব।