মরক্কোর বাদশার দাওয়াতে রাজপ্রাসাদে যাচ্ছেন ইউসুফ আল আযহারী

SHARE

মরক্কোর বাদশাহের দাওয়াতে রাজপ্রাসাদে যাচ্ছেন বিশ্বখ্যাত ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী। ৯ম বারের মতো তিনি মরক্কোর বাদশাহ মুহাম্মাদ (ষষ্ঠ)-এর দাওয়াতে রাজপ্রাসাদে পবিত্র কুরআন তিলাওয়াত করার জন্য আমন্ত্রিত হয়েছেন। আগামীকাল শুক্রবার রাবাতের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর সভাপতি ও মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী।
২০১৪ সাল থেকে তিনি প্রতি বছর রমজান মাসে মরক্কোর বাদশাহের অতিথি হয়ে মরক্কো সফর করছেন।

তাঁর এ রাষ্ট্রীয় সফরের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের মান-মর্যাদা বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য, ক্বারী আহমাদ ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের রুপকার ক্বারী মুহাম্মাদ ইউসুফ রহ:-এর জ‍্যেষ্ঠ পুত্র।