দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বার্তা দিলেন আজহারি

SHARE

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে জোর দাবি উঠেছে শিক্ষার্থীসহ নেটিজেনদের পক্ষ থেকে। এমন পরিস্থিতিতে জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারি ফেসবুকে একটি বার্তা পোস্ট করেছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আজহারি বলেন, ‘সারা দেশে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে। সাধারণ মানুষ চিন্তিত।
জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি— যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।’

জনজীবন হোক নিরাপদ। জনমনে ফিরে আসুক স্বস্তি, বলেন তিনি।