জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শুরুতেই সিলেট নগরীতে গাড়ি ভাঙচুর করেছে শিবির নেতাকর্মীরা। এ সময় একটি ট্রাক ও পাঁচটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে তারা।
সোমবার সকাল ৭টার দিকে নগরীর আম্বরখানা পয়েন্টে এ ঘটনা ঘটে। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে শিবির নেতাকর্মীরা আম্বরখানা এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা একটি ট্রাক ও পাঁচটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে।
পরে পুলিশ আসার আগেই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও পুলিশ কাউকে আটক করতে পারেনি।
বিমান বন্দর থানার ওসি গৌছুল আলম জানান, গাড়ি ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাশকতাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
গত শনিবার রাতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এম আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ হরতাল কর্মসূচির ঘোষণা দেন।