ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্ভর করে বানানো ঐতিহাসিক চলচ্চিত্র ‘ছাভা’ মুক্তির পর থেকেই বক্স অফিসে রাজত্ব করছে। ভিকি কৌশল ও অক্ষয় খান্না অভিনীত সিনেমাটি ভারতীয় বক্স অফিসে মাত্র ৭ দিনেই প্রায় আড়াইশ কোটি আয় তুলে নিয়েছে।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ‘ছাভা’ সপ্তম দিনে ভারতে ২১.৫ কোটি টাকা আয় করেছে। যার ফলে ৭ দিনে ভারতে সিনেমাটির আয় এখন ২৪২ কোটি টাকা।
এদিকে ‘ছাভা’ দেখে সিনেমার টিমকে প্রশংসায় ভরিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষা দিবসে মারাঠা আবেগে শাণ দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে এই সিনেমা। মুম্বাইসহ সমগ্র মহারাষ্ট্র, হিন্দি সিনেমাকেও উচ্চস্তরে পৌঁছে দিয়েছে মারাঠি। শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাসে সম্ভাজি মহারাজের বীরত্বের কাহিনি তুলে ধরা হয়েছিল।
’
এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ‘ছাভা’কে করমুক্ত করার আবেদনকে স্বাগত জানিয়েছেন। তিনি সিনেমার ঐতিহাসিক উপস্থাপনা প্রশংসা করেছেন। ফড়নবিশ বলেন, ‘ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নিয়ে খুব ভালো ছবি তৈরি হয়েছে। যদিও আমি সিনেমাটি দেখিনি, তবে প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে এতে ইতিহাস বিকৃত করা হয়নি।
’
ছাভায় অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন ভিকি কৌশল। সম্ভাবি মহারাজের চরিত্রে অভিনেতা নিজেকে রীতিমতো সপে দিয়েছেন বলা যায়। এই চরিত্রের জন্য ভিকি নিজের ওজন ১০০ কেজি করেছিলেন। শিখেছিলেন লাঠি খেলা। বাদ যায়নি ঘোড়া চালানোও।
শুধুই কি তাই? কানে ফুটো পর্যন্ত করান তিনি। অন্যদিকে অক্ষয় খান্নাও আওরঙ্গজেবের চরিত্রে রেখেছেন আইকনিক ছাপ। দর্শকের পাশাপাশি অভিনয়ের জন্য সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে ছাভা।
ছাভায় ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা গেছে ভিকি কৌশলকে। তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন রাশ্মিকা মান্দানা। মোঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা মিলেছে অক্ষয় খান্নার। সিনেমাটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজন।