পেট্রলবোমায় ঘুমন্ত ট্রাকচালক দগ্ধ

SHARE

pettrol bomaট্রাকের ভেতরে ঘুমাচ্ছিলেন চালক, এ সময় দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুঁড়লে আগুনে ওই চালক মারাত্মক দগ্ধ হন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর নতুন রাস্তায় (বাইপাস) রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ ট্রাকচালকের নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন (৪০)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। রিয়াজের বাড়ি রংপুরে। তাঁর শরীরের ১৪ শতাংশ পুড়ে গেছে বলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা জানিয়েছেন।

রিয়াজউদ্দিনের জানান, ভুট্টা নিয়ে রোববার বিকেলে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। গৌরীপুর নতুন রাস্তায় ট্রাক থামিয়ে চালক রিয়াজ ও তার সহকারী মুন্না একটি দোকানে চা পান করেন। পরে রিয়াজ ট্রাকে উঠে ঘুমিয়ে পড়েন। এ সময় তার সহকারী নিচের দোকানে ছিলেন।

তিনি জানান, পরে মুন্নার কাছ থেকে জানতে পারেন তিন-চারজন দুর্বৃত্ত হঠাৎ এসে ট্রাকে পেট্রলবোমা ছোড়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।