শিশুরা মরছিল, জেলেনস্কি তখন ফটোশ্যুট করেছিল— বললেন ইলন মাস্ক

SHARE

জেলেনস্কি ও তার স্ত্রীর ২০২২ সালের ২৬ জুলাই ‘ভগ ম্যাগাজিনে’ প্রকাশিত ছবি ও সংবাদমাধ্যম ডেইলি মেইলের সংবাদের স্ক্রিনশট নিজের এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছেন মাস্ক। এতে তিনি বলেছেন, যুদ্ধে যখন শিশুরা মারা যাচ্ছিল তখন জেলেনস্কি তার স্ত্রীকে নিয়ে ভগের ম্যাগাজিনে মডেল হয়ে ফটোশ্যুট করেছিলেন। ডেইলি মেইল ওই সময় জেলেনস্কির সমালোচনা করে তাদের শিরোনাম করেছিল, “রিড দ্য রুম, জেলেনস্কি ও তার স্ত্রী সবাইকে অবাক করেছেন, বিখ্যাত ফটোগ্রাফার অ্যানি ল্যাবিউইৎজের জন্য ভগের হয়ে ছবি তুলে। যখন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধের তীব্রতা বাড়ছে।” সংবাদটি শেয়ার করে ইলন মাস্ক বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক্সে লিখেছেন, “শিশুরা যখন যুদ্ধের সম্মুখভাবে পরিখায় থেকে মারা যাচ্ছে, তখন জেলেনস্কি এই কাজ করেছিলেন।”

জেলেনস্কিকে স্বৈরাচার বলা ছাড়াও তাকে নিয়ে যা-তা কথা বলেছেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘কৌতুক অভিনেতা’ বলে কটাক্ষ করে তিনি লিখেছেন, “সফল কৌতুক অভিনেতা, ভলোদিমির জেলেনস্কি, ভাবুন যুক্তরাষ্ট্র ৩৫০ বিলিয়ন ডলার খরচ করে একটি যুদ্ধে যুক্ত হয়েছে, যেটি কখনো জেতা যাবে না। যেটি কখনোই শুরু হওয়া উচিত ছিল না। এটি এমন যুদ্ধ যা জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ‘ট্রাম্পকে’ ছাড়া কখনো সমাধান করতে পারবে না।”

ট্রাম্প আরও লিখেছেন, “আমি ইউক্রেনকে ভালোবাসি, কিন্তু জেলেনস্কি (ইউক্রেনের) ক্ষেত্রে ভয়াবহ কাজ করেছেন। তার দেশ ধ্বংস হয়ে গেছে। লাখ লাখ মানুষ অপ্রয়োজনে মারা গেছে। আর এই মৃত্যু অব্যাহত আছে।”

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। তবে এতে দ্বিমত করেছেন জেলেনস্কি। সঙ্গে করেছেন সমালোচনা। এরপরই জেলেনস্কির বিরুদ্ধে বিষেদাগার শুরু করলেন ট্রাম্প ও ইলন মাস্ক।