খালেদা জিয়াকে দেশ ছাড়তে বাধ্য করা হবে

SHARE

shajahan14নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি খালেদা জিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সারাদেশে পরিবহন সেক্টরে যদি নাশকতা বন্ধ না করেন, পরিবহন মালিক-শ্রমিক-জনতা আপনাকে দেশ ছাড়তে বাধ্য করবে।

দিনাজপুর শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে রবিবার দুপুর ১২টায় নাশকতা রোধ এবং সড়কপথে সুষ্ঠুভাবে নিরাপদ যানবাহন চালানোর লক্ষ্যে দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলার সড়ক পরিবহন-মালিক-শ্রমিক-কর্মচারী-মুক্তিযোদ্ধা, পেশাজীবী স্থানীয় আওয়ামী লীগ ও ১৪ দলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি বলেন, ‘সারাদেশে বিএনপি-জামায়াতের অযৌক্তিক হরতাল-অবরোধে পরিবহন সেক্টরে অপূরণীয় ক্ষতি হয়েছে। যা জঙ্গিনেত্রী খালেদা জিয়া আজীবন সরকার পরিচালনা করেও পূরণ করতে পারবেন না।

দেশের মানুষকে জঙ্গিনেত্রী খালেদা জিয়ার মানুষ হত্যা এবং নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুদ্ধাপরাধীদের মতো তাদের বিচার বাংলার মাটিতে হবে।’

দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আখতার এমপি, দিনাজপুর পুলিশ সুপার মো. রুহুল আমিন, ১৪ দলের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান আলী।

অনুষ্ঠানে জেলা ১৪ দলের নেতা মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবাণী শংকর আগারওয়ালা, জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক, পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আপেল মাহামুদ প্রমুখ।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারযোগে দিনাজপুর বড় ময়দান হেলিপ্যাডে এসে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান দিনাজপুর জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।