সিনেমার লোভে নিজের শিকড় ভুলে গিয়েছেন রাশমিকা, অভিনেত্রীকে কটাক্ষ!

SHARE

‘পুষ্পা’ মুক্তির পর ভারতের জাতীয় ক্রাশ বনে গেছেন রাশমিকা মান্দানা। দক্ষিণী সুন্দরীর কোথায় জন্ম, কোথায় পড়েছেন সবকিছুই অনুরাগীদের নখদর্পণে। রাশমিকা কর্ণাটকের বিরাজপেটের ভূমিকন্যা। তবে বড় হয়েছেন কুর্গে।
কন্নড় সিনে ইন্ডাস্ট্রির হাত ধরে অভিনয় জগতে পা রাখলেও তেলুগু বিনোদন দুনিয়ার সুবাদেই খ্যাতি লাভ করেন তিনি।

তার পর থেকে বিগত বছর খানেক ধরেই তার কন্নড় অনুরাগীদের অভিযোগ, তিনি নাকি ‘নিজের শিকড় ভুলে গিয়েছেন’। সম্প্রতি হায়দরাবাদে ‘ছাবা’র এক প্রচার অনুষ্ঠানে গিয়ে রাশমিকা যা বললেন, তাতে তেলেবেগুনে জ্বলে উঠলেন তার নিজভূমের ভক্তরা। অতঃপর অভিনেত্রীর বিতর্কিত মন্তব্যের সেই ভিডিও আপাতত নেট দুনিয়ায় ভাইরাল।

হায়দরাবাদের ওই অনুষ্ঠানে রাশমিকা মান্দানাকে বলতে শোনা যায়, “আমি তো আসলে হায়দরাবাদেরই মেয়ে। কারও সাহায্য ছাড়া একাই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম এবং আশা করি আজ আমি তোমাদের পরিবারের একজন।”

স্বাভাবিকভাবেই রাশমিকার এমন মন্তব্য শুনে হায়দরাবাদিরা হাততালি দিয়ে ভরিয়ে দেন। তবে সেই ক্যামেরাবন্দি ভাইরাল মুহূর্ত নজর এড়ায়নি তার কন্নড় ভক্তদের।
যার জেরে কটাক্ষের শিকার হতে হল অভিনেত্রীকে।

রাশমিকার উদ্দেশে তাদের মন্তব্য, ‘সিনেমার কাজের লোভে নিজের জন্মভূমিটাকেও বদলে দিলেন?’, কারও রাগ, ‘কতটা স্বার্থান্বেষী হলে স্মার্ট ক্যারিয়ারের জন্য মানুষ নিজের জন্মস্থানটাকেও পালটে দেয়!’ এমন নানা মন্তব্যের ভিড়ে সরগরম নেটপাড়া। রাশমিকা যদিও সংশ্লিষ্ট বিষয়ে কোনোরকম প্রতিক্রিয়া দেননি। তবে তার মন্তব্যে কন্নড়ে নিন্দার ঝড়।

প্রসঙ্গত, নিন্দুকরা যতই বলুক রাশমিকা কিন্তু তার জন্মভূমি কিংবা প্রাদেশিক সংস্কৃতি ভুলে যাননি।
বরং শিকড়ের টানেই তাকে একাধিকবার কোদাভা শাড়ি পরে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে।

বর্তমানে ‘ছাবা’ সাফল্যে মাতোয়ারা দক্ষিণী সুন্দরী। তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সিনেসমালোচক থেকে দর্শকরা। এমন আবহেই শুধুমাত্র একটা মন্তব্যের জেরে এবার বিতর্কে জড়ালেন রাশমিকা।