সাকিবকে ছেড়ে দিল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স

SHARE

মেজর লিগ ক্রিকেটের দলগুলো আগামী মৌসুমের জন্য তাদের রিটেইন খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। যেখানে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স সাকিব আল হাসানকে রিলিজ দিয়েছে, অর্থাৎ আগামী মৌসুমের জন্য তাকে দলে রাখেনি।

নাইট রাইডার্স মাত্র তিনজন বিদেশি ক্রিকেটারকে রিটেইন করেছে— সুনীল নারাইন, আন্দ্রে রাসেল এবং অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেনসার জনসন। সাকিব ছাড়াও জেসন রয়, ডেভিড মিলার এবং অ্যাডাম জাম্পার মতো তারকা খেলোয়াড়দেরও রিলিজ দিয়েছে নাইট রাইডার্স।

এদিকে, অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন খেলোয়াড়কেও তাদের দল ছেড়ে দিয়েছে। এর মধ্যে প্যাট কামিন্স (সান ফ্রান্সিসকো ইউনিকর্নস) এবং ট্রাভিস হেড (ওয়াশিংটন ফ্রিডম)। এর কারণটা অবশ্য পারফরম্যান্স নয়। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
একই সময়েই মাঠে গড়াবে মেজর লিগ ক্রিকেট। তাই টেস্ট রেখে এই লিগে খেলার সুযোগ নেই তাদের। যদিও ওয়াশিংটন ফ্রিডম স্টিভ স্মিথকে ছাড়েনি।

সাকিব আল হাসানসহ অন্যান্য রিলিজ হওয়া খেলোয়াড়রা এমএলসিতে একই দলে বা টুর্নামেন্টে আবারও খেলার সুযোগ পাবেন, সে ক্ষেত্রে ড্রাফটে বিক্রি হতে হবে তাদের।
২০২৪ সালের এমএলসি প্লেয়ার্স ড্রাফট ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

গত মৌসুমে নাইট রাইডার্সের হয়ে মাত্র ৪ ম্যাচ খেলেছিলেন সাকিব। উইকেট নিয়েছিলেন মাত্র ১টি, রান ৬০। তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ থাকায় এবার তিনি শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন।