বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরুর দিনেই ঢাকায় পা রাখছে পাকিস্তান ক্রিকেট দল। বিসিবির লজিস্টিক বিভাগ থেকে জানা গেছে, সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকায় নামবে পাকিস্তান দল। আজহার আলী নেতৃত্বাধীন দলটা মঙ্গলবার মিরপুরে অনুশীলন করবে।
বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে, একটি টি-২০ ও দুটি টেস্ট খেলবে পাকিস্তান দল। বিশ্বকাপের পর দুদলের এটিই প্রথম সিরিজ। বিশ্বকাপে বাংলাদেশ ও পাকিস্তান কোয়ার্টার ফাইনালে খেলেছিল। বাংলাদেশ হেরেছিল ভারতের কাছে আর পাকিস্তান বাদ পড়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে।
১৭ এপ্রিল সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সিরিজের বাকি দুটি ওয়ানডে ও একটি টি-২০ পাকিস্তান-বাংলাদেশ খেলবে মিরপুরেই। পরে প্রথম টেস্ট খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মিরপুরে দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে পাকিস্তানের প্রায় এক মাসের বাংলাদেশ সফর।