জন্মদিনে প্রতিবন্ধী ও পথশিশুদের মিস করব : শাহনূর

SHARE

অভিনয়ের পাশাপাশি সমাজের প্রতিবন্ধী ও পথশিশুদের সহযোগিতায় নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেন চিত্রনায়িকা শাহনূর। নিজের নামে ‘শাহনূর ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করে সমাজে জনকল্যাণমূলক পরিষেবার সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

আজ ১০ ফেব্রুয়ারি এই নায়িকার জন্মদিন। প্রতিবছর জন্মদিনে তিনি প্রতিবন্ধী ও পথশিশুদের নিয়ে কেক কাটা, খাবার আয়োজনসহ নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করে আসছেন।
এ বছর আমেরিকায় থাকার কারণে ভিন্নভাবে জন্মদিন উদযাপন করতে হচ্ছে তাকে।

জন্মদিন উদযাপনসহ সিনেমা মুক্তি নিয়ে কালের কণ্ঠের সাথে কথা হয় এই অভিনেত্রীর। এ বিষয়ে বলতে গিয়ে শাহনূর বলেন, ‘বাবা মারা যাওয়ার পর থেকে তেমন ঘটা করে আর জন্মদিন পালন করা হয় না। তবে আমি আমার জন্মদিনের দিনটাতে দেশের প্রতিবন্ধী ও পথশিশুদের নিয়ে কেক কাটাসহ নানা ধরনের কর্মসূচির মাধ্যমে দিনটি উপভোগ করি।
আমার কাছে ওই সব শিশুর মুখের হাসি আমাকে হাসায়, ওদের আনন্দ আমাকে সুখ দেয়, ওদের খুশিতে আমার মন ভরে ওঠে, ওদের মাঝেই আমি আমার তৃপ্তি খুঁজে পাই। আমি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস নিউইয়র্ক-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর। সে কাজের জন্য আমি বর্তমানে আমেরিকায় অবস্থান করছি। তাই এবার জন্মদিনে বরাবরের মতো ওই সব শিশুকে নিয়ে কেক কাটতে না পারায় আমার মনটা বেশ খারাপ হয়ে আছে।
এ বছরের জন্মদিনে আমি ওদের খুব মিস করব।’

এদিকে যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর সিনেমা ‘বৃষ্টিতে আর জল নেই’। পাভেল আল মামুনের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক আমির পারভেজ।

শাহনূর জানান, সিনেমাটির প্রদর্শনীর পরপরই তিনি দেশে ফিরবেন।

শাহনূরকে সমাজে মানবাধিকার নিয়ে কাজ করার স্বীকৃতিস্বরূপ চলতি বছরে (২০ জানুয়ারি) প্যাটারসন সিটিতে মার্কিন সরকারের সিনেটর কর্তৃক এবং (২৮ জানুয়ারি) সিটি অব পেটারসন থেকে মেয়র স্বাক্ষরিত পৃথক দুটি সম্মাননা প্রদান করা হয়।
এ ছাড়া শাহনূর বাংলাদেশে এভার গ্রিন জুম বাংলাদেশ, লায়ন্স ক্লাব অব বাংলাদেশ, ঢাকা গ্লোয়িং রোজের চেয়ারপারসন, সাকসেস ওয়ার্ল্ড-এর বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থেকে কাজ করে যাচ্ছেন।