দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটক, সিনেমা ও ওয়েব কনটেন্ট- সব মাধ্যমেই রয়েছে তার সরব উপস্থিতি।
কিছুদিন আগেই তার অভিনীত ‘আধুনিক বাংলা হোটেল’ নামে তিন পর্বের একটি ওয়েব সিরিজ মুক্তি পায় তার। যেখানে এ অভিনেতাকে তিনটি ভিন্ন চরিত্রে দেখা গেছে। এরকমই নতুন চরিত্রে নতুন গল্পে প্রতিনিয়ত হাজির হচ্ছেন এ অভিনেতা।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি যুক্ত হয়েছেন নতুন আরও একটি ধারাবাহিক নাটকে। এটির নাম ‘শাদী মোবারক’। আহমেদ শাহাবুদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। পরিচালনার পাশাপাশি নাটকটিতে অভিনয়ও করছেন নির্মাতা।
ইতোমধ্যেই ঢাকার অদূরে পুবাইলে নাটকটির শুটিং শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন মোশাররফ করিম।
তিনি বলেন, এ নাটকে সাধারণ মানুষের গল্প ফুটে উঠেছে। বলা যায় সামাজিক একটি গল্প। আমাদের সামাজিক প্রেক্ষাপটে দেখা যায়, পরিবারের বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইদেরও বিয়ে হয় না। রীতি অনুযায়ী আগে বড়দের বিয়ে করতে হবে। এটাই কিন্তু যুগ যুগ ধরে চলছে। এ নাটকেও এমনটাই দেখা যাবে। কোনো এক কারণে বড় ভাইয়ের বিয়ে হচ্ছে না, তাই ছোট দুই ভাইও বিয়ে করতে পারছে না। এটা নিয়েই পরিবার ও গ্রামে নানা ঘটনা ও বিভ্রান্তি চলতে থাকে।
নাটকটিতে তিন ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন যথারীতি বড় ভাই শামীম জামান, মেজো ভাই মোশাররফ করিম ও ছোট ভাইয়ের চরিত্রে আ খ ম হাসান। ব্যক্তিজীবনে তিন বন্ধু দীর্ঘদিন পর আবারও একসঙ্গে এক নাটকে কাজ করছেন।
এ নাটক প্রসঙ্গে শামীম জামান বলেন, গ্রামীন সহজ সরল মানুষের গল্প এটি। কিন্তু লুকিয়ে আছে কিছু লোকায়িত সংস্কৃতি। আমার বিশ্বাস দর্শকরা ধারাবাহিকটি দেখে বিনোদিত হবেন।
এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন রেবেনা করিম জুঁই, সমাপ্তি, মিম চেৌধুরী, লাবণ্য লিজা, রিজমিন সেতু, জয়রাজসহ অনেকেই। শিগগিরই মাছরাঙা টিভিতে ধারাবাহিকটির প্রচার শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।