হঠাৎ কেন বিশ্বজুড়ে ধর্মঘটে অ্যামাজন কর্মীরা

SHARE

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষ্যে অ্যামাজন কর্মীরা বিশ্বের বিভিন্ন স্থানে ধর্মঘট পালন করছে। শ্রমিক অধিকার সংস্থা ইউএনআই গ্লোবাল ইউনিয়ন এ প্রতিবাদ আন্দোলনকে ‘মেক অ্যামাজন পে’ নামে আখ্যায়িত করেছে। এ কর্মসূচি ২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মঘটের পাশাপাশি ২০টিরও বেশি দেশে অ্যামাজনের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। অভিযোগের মধ্যে রয়েছে শ্রমিক নিপীড়ন, পরিবেশ দূষণ এবং গণতন্ত্রের প্রতি হুমকি। বিক্ষোভকারীরা অ্যামাজনের কাছ থেকে বেতন বৃদ্ধি, উন্নত কর্মপরিবেশ এবং ট্রেড ইউনিয়ন গঠনের অনুমতির দাবি জানাচ্ছে।

অ্যামাজন তাদের বিবৃতিতে আন্দোলনকারীদের ‘অপপ্রচারকারী’ আখ্যায়িত করেছে।

তারা দাবি করেছে, তাদের কর্মপরিবেশ আধুনিক এবং নিরাপদ। কোম্পানি জানিয়েছে, বিশ্বব্যাপী ১.৫ মিলিয়নের বেশি কর্মসংস্থান তৈরি করেছে। তবে রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে গুরুতর গুদাম দুর্ঘটনার ৫০ শতাংশ অ্যামাজনের কর্মক্ষেত্রে ঘটেছে।

‘মেক অ্যামাজন পে’ আন্দোলন ২০২০ সালে শুরু হয়। এটির লক্ষ্য হলো অ্যামাজনকে তার কর্মচারী, পরিবেশ এবং সমাজের প্রতি দায়বদ্ধ করতে বাধ্য করা। ইউএনআই গ্লোবাল ইউনিয়ন এবং প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। এবারের ধর্মঘটে ৩০টির বেশি ট্রেড ইউনিয়ন, পরিবেশবাদী সংগঠন এবং নাগরিক সমাজের দলগুলো অংশ নিয়েছে।