মালালার নামে গ্রহাণুর নামকরণ নাসা’র

SHARE

malala gকনিষ্ঠতম নোবেল পুরস্কাপ্রাপ্ত ও শিশুকন্যাদের পড়াশোনা নিয়ে আন্দোলনরত মালালা ইউসুফজাইয়ের নামে এবার একটি গ্রহাণুর নামকরণ করল নাসা। ক্যালিফর্নিয়ায় নাসার জেট প্রপালসন ল্যাবরেটরির মহাকাশচারী অ্যামি মেনজার অ্যাস্ট্রয়েড ৩১৬২০১-টির নাম রাখলেন মালালা। শুক্রবার এই খবর প্রকাশিত হয়েছে ডন পত্রিকায়।

অ্যামি বলছেন, “এটা আমাদের কাছে অত্যন্ত সম্মানের বিষয় যে মালালার মতো একজনের নামে আমরা একটি গ্রহাণুর নামকরণ করলাম। অনেক গ্রহাণুরই নামকরণ করা হয়, কিন্তু মহিলাদের নামে খুব একটা গ্রহাণুর নামকরণ হয় না।”
মঙ্গল ও বৃহস্পতির মাঝে এই গ্রহাণুটি খুঁজে পেয়েছেন মেনজার। গ্রহাণুটি সূর্যকে প্রতি ৫.৫ বছর একবার প্রদক্ষিণ করে।