ভারতের আসামের বিছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) নেতা রঞ্জন চৌধুরী ও প্রদীপ মারাককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ মাহবুব-উল- ইসলাম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র ,সন্ত্রাস দমন , বিস্ফোরক ও অবৈধ অনুপ্রবেশ আইনে চারটি মামলা রয়েছে। এদের মধ্যে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনের দুটি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।
২০১০ সালের ১৭ জুলাই ভোরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষ্মীপুর এলাকা থেকে মেজর রঞ্জন চৌধুরী ও তার সহযোগী প্রদীপ মারাককে আটক করে র্যাব-৯-এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, ৪ রাউন্ড গুলি, হাতবোমা তৈরির উপকরণসহ ৪টি বোমা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।