কামারুজ্জামানের রিভিউর রায়ে চার বিচারপতির সই

SHARE

kamruzzamanএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির দণ্ড পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে সই করেছেন সংশ্লিষ্ট বেঞ্চের চার বিচারপতি।

আদালত সূত্র জানায়, বুধবার দুপুরে তাতে সই করেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের চার বিচারক্- প্রধান বিচারপতি এস কে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফিরোজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী।

প্রধান বিচারপতির অনুমোদনক্রমে আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী রায়ের খসড়াটি তৈরি করেন। পরে ৩৬ পৃষ্ঠার ওই রায়ের কপি তিনি উপস্থাপন করেন প্রধান বিচারপতি এস কে সিনহার কাছে। বিধি অনুসারে রায়টি ওই বেঞ্চের অপর দুই বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছেও পাঠানো হয়।

সব বিচারপতির স্বাক্ষর শেষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে তা পাঠানো হয়। সেখান থেকে রায়ের অনুলিপি কারা কর্তৃপক্ষের কাছে যাবে।