আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরিতে কাজ করছে সরকার

SHARE

hasina12প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসুখ হলে চিকিৎসার জন্য বিদেশে যাতে যেতে না হয়, সেজন্য সরকার দেশেই আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরিতে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সরকারের উদ্দেশ্য মানুষের সেবা করা। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

বুধবার সকালে গাজীপুরের কাশিমপুরের সারাবোর তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সাভারে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজ স্থাপনের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, এখানে অনেক শিল্প কলকারখানা রয়েছে। যেখানে শ্রমিকরা কাজ করেন। দুর্ঘটনা এবং অন্য কারণে তারা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার তেমন সুযোগ ছিল না। আজ থেকে সেই সুযোগ সৃষ্টি হল।

শেখ হাসিনা বলেন, তার সরকারের উদ্দেশ্য হল জনগণকে দারিদ্র্যের হাত থেকে তুলে আনা। জীবনমান উন্নত করা, যাতে তারা সম্মানজনক জীবন-জীবিকা করতে পারেন।

সংবিধানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, তার সরকার সেই চেষ্টা করে যাচ্ছেন।