কাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপররাধের মামলায় আটক জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুস সুবহানের বিরুদ্ধে প্রসিকিউশনের সপ্তম সাক্ষী জাহানারা বেগমের জেরা শেষ হয়েছে।
পরে এ মামলায় পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আগামী রোববার দিন ধার্য করে কার্যক্রম মুলতুবি করে ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষ সাক্ষীকে জেরা করেন।
আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম সাক্ষী জাহানারা বেগমকে জেরা করেন। আজ তিনি সপ্তম সাক্ষীকে জেরা করেন। অষ্টম সাক্ষীকে জেরার জন্য আগামী রোববার দিন ধার্য করে ট্রাইব্যুনাল।
গত ৭ এপ্রিল এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
গত ২৭ মার্চ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ স্ব:প্রণোদিত হয়ে মামলাটি ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করেন।
এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর আটক আবদুস সুবহানের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠনসহ নয়টি অভিযোগে ভিত্তিতে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল-১।
গত বছরের ১৯ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল। এর আগে ১৫ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে ৮৬ পৃষ্ঠার ওই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেন প্রসিকিউশন।
২০১২ সালের ২০ সেপ্টেম্বর টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে সুবহানকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী।



