দুদক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্যের জবাবে টিআইবির নির্বাহি পরিচালক ড. ইফেতাখারুজ্জামান বলেছেন, “আমি তার বক্তব্যে বিব্রত হয়েছি। তিনি যে ভাষা ব্যবহার করেছেন তাতে তিনি নিজেই নিজেকে ব্রত করেছেন। সরকারের অনুমোদনের বাইরে টিআইবি কোনো অর্থ গ্রহণ করতে পারে না, ব্যয়ও করতে পারে না। আমাদের কোনো মুখোশ নেই, মুখ আছে।”
বৃহস্পতিবার রাজধানীর হোটেল অবকাশে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল: বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে একথা বলেন ইফেতাখারুজ্জামান।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, দুদক কমিশনার রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়া হয়। মামলা দায়ের এবং প্রত্যাহারও হয় রাজনৈতিক বিবেচনায়। এছাড়া দুদকের তদন্তেও হস্তক্ষেপ রয়েছে সরকারের।
বুধবার দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু টিআইবির সমালোচনা করে বলেন, “টিআইবি বিদেশ থেকে টাকা এনে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে তথাকথিত গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। তাদের এসব কাজের স্বচ্ছতা কি? সময় আসবে টিআইবির মুখোশ উন্মোচন করা হবে।”