হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের অংশবিশেষে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ছয়জন প্রাণ হারিয়েছে। ধ্বংস হয়েছে আট হাজার বাড়িঘর। কর্তৃপক্ষ সোমবার এ কথা জানায়।
রাজধানীর ডেলমাস জেলায় বন্যার পানিতে ভেসে গেছে তিন ও সাত বছর বয়সী দুটি শিশু। এছাড়া দেয়াল ধসে মারা গেছে ২৪ বছর বয়সী এক নারী।
উপকূলীয় পশ্চিমাঞ্চলীয় ক্যারিফোর জেলায় মারা গেছে আরো তিন লোক।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্যতম দরিদ্র দেশ হাইতির নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের হওয়ায় বৃষ্টিস্নাত হলেই বন্যা দেখা দেয়। এছাড়া গত পাঁচ বছর আগের ভয়াবহ ভূমিকম্পের পর অনেককেই এখনও নিম্নমানের জীবনযাপন করতে হচ্ছে। ওই ভূমিকম্পে দুই লাখেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।
রাজধানী অঞ্চলের সিভিল প্রটেকশান বিভাগের প্রধান নাদিয়া লোচার্ড বলেন, সর্বশেষ এ বৃষ্টিতে আট হাজারেরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। সিটে সোলেইল বস্তি ও তাবারে শহরতলীতেই বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।