বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধানের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি দিয়েছেন নিখোঁজ সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ।
সোমবার সকাল পৌনে ১১ টার দিকে তিনি এ স্মারকলিপি দিয়েছেন।
এসময় গণমাধ্যমকর্মীদেরকে তিনি বলেন, আমার স্বামী (সালাহ উদ্দিন) কে ফিরে পেতে প্রধানমন্ত্রী বরাবর দ্বিতীয়বারের মতো স্মারকলিপি ও আবেদন পেশ করেছি।
আশাকরি সরকার বিবেকবান মানুষ হিসেবে সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিবেন। আশা করি এবার তিনি আমাদেরকে নিরাশ করবেন না।
তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বলেন, আমার একান্ত ইচ্ছা সন্তানদেরসহ আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করি। আশা করি শত ব্যস্ততার মাঝেও মহানূভবতার সাথে মানবিক দিক বিচার করে আপনার সুবিধা মতো আমাদেরকে সাক্ষাতের সামান্য সময় বরাদ্দ করে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবেন।
আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি বলেও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান।