এফএ কাপের চতুর্থ রাউন্ডে সিটির প্রতিপক্ষ টটেনহ্যাম

SHARE

এফ এ কাপের চতুর্থ রাউন্ডে টটেহ্যাম হটস্পারের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সোমবার এফএ কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেই অনুযায়ী চতুর্থ রাউন্ডে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি আতিথ্য দিবে ইন-ফর্ম অ্যাস্টন ভিলাকে।

প্রিমিয়ার লিগ টেবিলে এই মুহূর্তে স্পার্সদের থেকে এক পয়েন্ট এগিয়ে তৃতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন সিটি। উড়তে থাকা ভিলা রয়েছে দ্বিতীয় স্থানে, চেলসি নেমে গেলে ১০ম স্থানে।

চতুর্থ রাউন্ডে ফুলহ্যাম ঘরের মাঠে স্বাগত জানাবে নিউক্যাসল ইউনাইটেডকে। শেফিল্ড ইউনাইটেড আরেক অল-প্রিমিয়ার লিগ ম্যাচে ব্রাইটনকে আতিথ্য দিবে। আগামী ২৭-২৮ জানুয়ারি চতুর্থ রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে।

তৃতীয় রাউন্ডে আর্সেনালকে বিদায় করা লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুল ড্র অনুযায়ী অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে পাচ্ছে। চতুর্থ রাউন্ডে তাদের প্রতিপক্ষ নরউইচ সিটি ও ব্রিস্টল রোভার্সের মধ্যকার রিপ্লেতে বিজয়ী দল।

প্রতিযোগিতায় সবচেয়ে নিচু সারির দল ষষ্ঠ টায়ারের মেইডস্টোন ইউনাইটেড খেলবে দ্বিতীয় টায়ারের ইপসুইচ টাউনের বিপক্ষে। ক্রিস্টাল প্যালেস ও এভারটনের মধ্যকার রিপ্লেতে বিজয়ী দল আতিথ্য দিবে লুটন টাউন ও বোল্টন ওয়ান্ডারার্সের বিজয়ী দলকে।

১২ বারের এফএ কাপ বিজয়ী ম্যানচেস্টার ইউনাইটেড চতুর্থ রাউন্ডে নিউপোর্ট কান্ট্রি ও ইস্টলেইর মধ্যকার বিজয়ী দলের মোকাবেলা করবে।

লিড টু দল রেক্সহ্যাম এএফসি চতুর্থ রাউন্ডে ব্ল্যাকবার্ন রোভার্স সফরে যাবে।

এফএ কাপ চতুর্থ রাউন্ড ড্র
ওয়াটফোর্ড বনাম সাউদাস্পটন
ব্ল্যাকবার্ন বনাম সোয়ানসি সিটি
ওয়েস্ট ব্রুমউইচ আলবিওন বনাম ব্রেন্টফোর্ড/উল্ফস
ওয়েস্ট হ্যাম/ব্রিস্টল সিটি বনাম নটিংহ্যাম ফরেস্ট/ব্ল্যাকপুল
লিস্টার সিটি বনাম হাল সিটি/বার্মিংহাম সিটি
শেফিল্ড ওয়েডনেসডে বনাম কভেন্ট্রি সিটি
চেলসি বনাম এ্যাস্টন ভিলা
ইপসুইচ টাউন বনাম মেইডস্টোন ইউনাইটেড
লিভারপুল বনাম নরউইচ সিটি/ব্রিস্টল রোভার্স
টটেনহ্যাম হটস্পার বনাম ম্যানচেস্টার সিটি
লিডস ইউনাইটেড বনাম প্লাইমাউথ আরগাইল
ক্রিস্টাল প্যালেস/এভারটন বনাম লুটন টাউন/বোল্টান ওয়ান্ডারার্স
নিউপোর্ট কান্ট্রি/ইস্টলেই বনাম ম্যানচেস্টার ইউনাইটেড
শেফিল্ড ইউনাইটেড বনাম ব্রাইটন
ফুলহ্যাম বনাম নিউক্যাসল ইউনাইটেড