আইসিসি সভাপতি পদে কাউকে মনোনয়ন দেয়নি বিসিবি

SHARE

papon১ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতির পদ থেকে সরে দাঁড়ান আ হ ম মুস্তফা কামাল। পাশাপাশি তিনি তুলোধুনো করেন আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসনকে।

নিয়মানুসারে আইসিসির সভাপতির পদে নতুন কাউকে নিয়োগ দিতে হবে। পরবর্তী তিন মাসের জন্য কে হচ্ছেন আইসিসির সভাপতি সেটা নির্ধারণ হবে ১৫ এপ্রিল। তবে আইসিসির সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুযোগ ছিল ওই পদের জন্য বাংলাদেশ থেকে কারো নাম প্রস্তাব করার।

বিসিবি কারো নাম প্রস্তাব করবে কি করবে না সে বিষয়ে ভাবতে দিন তিনেক সময় নেয়। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন  কয়েকজনের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। অবশ্য তিনি ওই পদের নির্বাচিত হতে আগ্রহ দেখাননি। কারো নামও প্রস্তাব করেননি।

রোববার বিসিবির এক সভায় আইসিসির সভাপতি পদের জন্য কারো নাম প্রস্তাব না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে পরবর্তী তিন মাসের জন্য আইসিসির সভাপতি পদে নির্বাচিত হওয়ার জন্য বাংলাদেশ থেকে কেউ লড়ছেন না।