ইউক্রেনকে সাহায্যের জন্যে টাকা নেই যুক্তরাষ্ট্রের!

SHARE

ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সময় এবং অর্থ শেষ হয়ে যাচ্ছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস যদি অতিরিক্ত তহবিল সরবরাহের জন্য বিল পাশ না করে তাহলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ করা কঠিন হয়ে যাবে।
সোমবার (৪ ডিসেম্বর) হোয়াইট হাউসের কর্মকর্তারা এ সতর্কবার্তা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গত অক্টোবরে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কংগ্রেসকে ইউক্রেন, ইসরায়েল এবং মার্কিন সীমান্ত নিরাপত্তার জন্য প্রায় ১০৬ বিলিয়ন ডলার তহবিল পাশের জন্য অনুরোধ করেছিল। কিন্তু রিপাবলিকানরা তাদের প্যাকেজ প্রত্যাখ্যান করে।
গত সোমবার মার্কিন কংগ্রেসের প্রতি ইউক্রেনের জন্য অতিরিক্ত তহবিল সরবরাহের আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে হোয়াইট হাউস। চিঠিতে মার্কিন প্রশাসনের বাজেট ও ব্যবস্থাপনা বিষয়ক বিভাগের পরিচালক শ্যালান্ডা ইয়ং বলেছেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, কংগ্রেসের পদক্ষেপ ছাড়া চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনের জন্য আরও অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহ ও মার্কিন সামরিক ভান্ডার থেকে সরঞ্জাম সরবরাহ করার জন্য আমাদের সামর্থ্য শেষ হয়ে যাবে।’
চিঠিতে তিনি আরও বলেন, ‘তহবিল প্রদানে ব্যর্থ হলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন পিছিয়ে পড়বে। ফলে এই যুদ্ধে ইউক্রেন এখন পর্যন্ত যা অর্জন করেছে তা কেবল ঝুঁকিতেই পড়বে না রাশিয়ার সামরিক বিজয়ের সম্ভাবনাও বাড়িয়ে দেবে।’
মার্কিন প্রশাসনের বাজেট ও ব্যবস্থাপনা বিষয়ক বিভাগের পরিচালক শ্যালান্ডা ইয়ং আরও বলেন, ‘এই অবস্থায় এই শূন্যস্থান পূরণে তহবিলের কোনো বিকল্প নেই। কারণ বর্তমানে ইউক্রেনকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় অর্থ বা সময় কোনোটাই আর আমাদের নেই।’