সাহারার সঙ্গে বিসিবির চুক্তি বাতিল

SHARE

bd cজাতীয় ক্রিকেট দলের ভারতীয় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাহারা গ্রুপের সঙ্গে মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন পাকিস্তান সিরিজ থেকে সাকিব-মুশফিক-মাশরাফিদের জার্সিতে দেখা যাবে অন্য কোনো প্রতিষ্ঠানের নাম।

২০১২ সালের জুনে নিলামে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনকে পেছনে ফেলে বাংলাদেশ দলের স্পন্সরশিপ নেয় সাহারা গ্রুপ। ১ কোটি ৪০ লাখ ডলারের বিনিময়ে সাহারার সঙ্গে চুক্তি হয় বিসিবির।

যা সে সময় বিসিবির সবচেয়ে বড় চুক্তি ছিল। গ্রুপটির সঙ্গে মেয়াদ শেষ হতে আরো ১৫ মাস বাকি ছিল। কিন্তু এর আগেই তাদের সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেন, আমরা সাহারার সঙ্গে চুক্তি না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ কারণে আমরা পাকিস্তান সিরিজের জন্য নতুন স্পন্সর চেয়ে বিজ্ঞাপন দিয়েছি।

ভারতে গত বছর থেকে আর্থিক সমস্যায় জর্জরিত আছে সাহারা গ্রুপ। এমনকি আমানতকারীদের অর্থ আত্মসাৎয়ের দায়ে গ্রুপটির কর্ণধার সুব্রত রায়কে কারাগারেও যেতে হয়েছে।

তথ্যসূত্র : ক্রিকইনফো