বাগেরহাটের কাটাখালীতে বন্দুকযুদ্ধে নিহত ১

SHARE

cross fieeবাগেরহাটের  রামপাল উপজেলার কাটাখালী এলাকায় র্যা বের সাথে বন্দুকযুদ্ধে সুন্দরবনের মৎস্যজীবী জেলেদের  মূর্তমান আতংক বনদস্যু রাজু ফরহাদ উপবাহিনী প্রধান কামরুল (৩৫) বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ।

র‌্যাব-৮’র কর্মকর্তা মেজর আদনান কবির জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বনদস্যু কামরুল লোকালয়ে এলে এমন খবরে র্যা ব অভিযান চালায় । এ সময় র্যা ব সুন্দরবন সংলঘœ রামপালের কাটাখালী এলাকায় পৌছালে বনদস্যুরা র্যা বকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে র্যা বও পাল্টা গুলি ছুঁড়ে । সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে ৭টা ৩৫ মিনিট পর্যন্ত বন্দুকযুদ্ধ চলে ।

একপর্যায়ে বনদস্যুরা পিছু হটলে সেখান থেকে তল্লাশি চালিয়ে  বনদস্যু কামরুলের মৃতদেহ  দেশীÑবিদেশী  আটটি বন্দুক, ৫০ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে । নিহত বনদস্যু কামরুল  বাগেরহাট জেলার রামপাল উপজেলার লতিফ শেখের ছেলে।