মায়ানমারে মুক্তা খনিতে ভূমিধসে ৯ জনের মৃত্যু

SHARE

mukta khoni mমায়ানমারের প্রত্যন্ত উত্তরাঞ্চলে একটি মুক্তার খনিতে ভূমিধসের ঘটনায় কমপক্ষে নয়জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় সেখানে ২০ জনের বেশী লোক চাপা পড়ে।

উদ্ধারকর্মীরা তাদের সন্ধানে ব্যাপক তৎপরতা চালাচ্ছে। বুধবার সরকারি সংবাদ মাধ্যম একথা জানায়।

খনি শ্রমিকরা সোমবার মায়ানমারের কাচিন রাজ্যের পাকান্ত শহরে মূলবান এ মুক্তার খনির পাশে মাটি খোঁড়ার কাজ করার সময় দেশের সর্বশেষ এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে খনিটির আংশিক ধসে পড়ে। মায়ানমা অ্যালিন সংবাদপত্রের খবরে বলা হয়, সেখানে আহত দু’জনকে একটি স্থানীয় হাসপাতালে নেয়ার পর কর্তৃপক্ষ এ ঘটনার ব্যাপারে সতর্ক করেছিল।

খবরে বলা হয়, এ ভূমিধসের ঘটনায় সেখানে ৩০ জন মাটির নীচে চাপা পড়েছে। সংবাদপত্রের খবরে সোমবার সকালে পাঁচজনের এবং পরের দিন মঙ্গলবার আরো চারজনের লাশ উদ্ধারের কথা বলা হয়।

সংবাদপত্রের খবরে বিস্তারিত উল্লেখ না করে সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
মায়ানমারের বিভিন্ন খনিতে প্রায়ই দুর্ঘটনা ও ভূমিধস ঘটে থাকে।

গত জানুয়ারি মাসে প্রবল বর্ষণের পর ওই এলাকার একটি মুক্তার খনিতে ভূমিধসে চারজনের মৃত্যু হয়।