বুধবার সকাল পৌনে ৭টার দিকে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার আলমের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ ওই দু’জনকে আটক করা হয়।
তারা হলেন- একই এলাকার আলী আহাম্মদের ছেলে মো. আলম (৩৫) ও তার ভাগ্নে নূরুল আমিনের ছেলে হাসান তারেক (২২)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, ইয়াবা মজুদের গোপন সংবাদে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দু’জনকে আটক করা হয়েছে।
তিনি জানান, উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৯৩ লাখ টাকা। আটক ওই দু’জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে।
পুলিশ জানায়, ওসি আতাউর রহমান ও উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন এ অভিযানে নেতৃত্ব দেন। আটক মো. আলমসহ একটি সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যবসার আড়ালে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল। এ সিন্ডিকেট বিভিন্ন সংস্থাকে ফাঁকি দিয়ে সুকৌশলে ইয়াবা ব্যবসা করে রাতারাতি অনেক টাকার মালিক হয়েছে। এ ব্যবসার আড়ালে অলিয়াবাদ মোড়ে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে তোলা হয়েছে।