১২ মেয়র প্রার্থীর মামলার তথ্য ইসিতে পাঠাছে ডিএমপি

SHARE
dmp12আসন্ন ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ১২ মেয়র প্রার্থীর মামলার তথ্য বিবরণী নির্বাচন কমিশনে (ইসি) পাঠাচ্ছে মহানগর পুলিশ।
বুধবার ডিএমপির মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকের একথা জানান।
তিনি জানান, ওই ১২ মেয়র প্রার্থীর মামলার তথ্য বিবরণী বুধবারই ইসিতে পাঠানো হবে।
এছাড়া চারজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী এবং ২০ ওয়ার্ডের ৬৫ জন কাউন্সিলর প্রার্থীর মামলার তথ্য বিবরণীও একই সঙ্গে পাঠানো হচ্ছে বলে জানান মনিরুল।
তিনি জানান, অন্য কোনো প্রার্থীর নামে মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কারো বিরুদ্ধে মামলা থাকলে ওই তথ্যও ইসিতে পাঠানো হবে।
উল্লেখ্য, ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, এ ৩ সিটি নির্বাচনে ভোট হবে আগামী ২৮ এপ্রিল। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ মার্চ। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল।