সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নয় বাংলাদেশির মধ্যে ছয়জনের লাশ দেশে আসছে আগামী শুক্রবার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গত ১২ মে রাতে রিয়াদের শিফা সানাইয়াতে তিতাস ফার্নিচার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এই নয় বাংলাদেশি নিহত হন। এ অগ্নিকাণ্ডে নিহত হন দুই ভারতীয় নাগরিকও।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার বিকেল ৩টায় বাংলাদেশ বিমানের বিজি-০৪০ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় বাংলাদেশির লাশ এসে পৌঁছবে। ওয়েজ আর্নার্স বোর্ডের ব্যয়ে লাশগুলো দেশে আনা হচ্ছে। অন্যদিকে লাশ দাফন বাবদ স্বজনদের হাতে নগদ ৩০ হাজার টাকা করে দেয়া হবে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থাও করবে সরকার।
গত ১২ মে স্থানীয় সময় রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উদ্ধার তৎপরতা শেষে উদ্ধারকর্মীরা মোট ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। নিহত নয় বাংলাদেশি হলেন মো. জালাল (৩৫), আ. গাফফার (৩২), মো. সেলিম (৩৫), বাহাউদ্দিন (৩১), নাজির হোসেন (৩৫), মতিউর রহমান (৩২) ও শাহ আলম (৩৫)। এদের সবার বাড়ি কুমিল্লায়। অন্য দুইজনের একজন হলেন জাকির হোসেন (৫৫)। তিনি নোয়াখালীর সেনবাগ থানার সেবারহাট ইউনিয়নের রাজারামপুর গ্রামের সাহাবুল্লাহর ছেলে। অন্যজন হলেন আক্কাস (৩৫)। তার বাড়ি মাদারীপুরের শিবচর থানার সেনারবাগ গ্রামে। অগ্নিকাণ্ডে নিহত দুই ভারতীয় হলেন ইসরার (২৫) ও ওয়াসিম (৩৫)।