বিরোধী জোটের ডাকে চলমান অবরোধের মাঝেই আজ শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা।
এ বছর ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানাচ্ছে শিক্ষা মন্ত্রনালয়।
হরতালের কারণে নির্ধারিত দিনগুলোর পরিবর্তে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় ছুটির দিনে।
তবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, এবার আর পরীক্ষা পেছানো হবে না। নির্ধারিত দিনেই পরীক্ষাগুলো নেয়া হবে।
দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ৮ লাখ ৮৬ হাজার ৯৩৩ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮৪ হাজার ৩৬০ জন, ভোকেশনালে ৯৮ হাজার ২৪৭ জন এবং ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে ৪ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
তবে অবরোধ-হরতালে সন্তানদের পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অভিভাবকরা।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ রাজধানীর কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।