ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কর্মকাণ্ড ও নিজের অবস্থান নিয়ে বুধবার বিমান বন্দরে কথা কথা বলবেন সংস্থাটির প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামাল। পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাপস রায় একথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “কাল (বুধবার) তিনি বাংলাদেশে আসবেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুপুর ১২টায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে মুস্তফা কামালের ট্রফি তুলে দেয়ার কথা থাকলেও ২৯ তারিখে অনুষ্ঠিত একাদশতম বিশ্বকাপ ফাইলানে বিজয়ী দল অস্ট্রেলিয়ার হাতে ট্রফি তুলে দেন আইসিসির চেয়্যারম্যান শ্রীনিবাসন। যার বিরুদ্ধে অনেক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।
একাদশতম বিশ্বকাপেও আইসিসির সংবিধার লঙ্ঘন করে আরেকটি কেলেঙ্কারির জন্ম দিয়েছেন শ্রীনিবাসন।