প্রবাসে বাংলাদেশি অপহরণের ‘মূল হোতা’ আটক

SHARE

nannu miyaমধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শতাধিক অপহরণ ও খুনের ঘটনায় নান্নু মিয়া নামের একজনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার গভীর রাতে তাকে আটক করা হয়।

পুলিশ বলছে, প্রবাসে থাকা বাংলাদেশিদের অপহরণ করে দেশে মুক্তিপণ আদায়কারী একটি চক্রের মূল হোতা নান্নু।

সিআইডির সহকারী পুলিশ কমিশনার মো. রায়হান জানান, সোমবার গভীর রাতে দেশের বাইরে পালানোর সময় শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে নান্নুকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ ও অন্যান্য কাগজ জব্দ করা হয়। সেখান থেকে আজ মঙ্গলবার সকালে তাকে মালিবাগের সিআইডি কার্যালয়ে নিয়ে এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

মো. রায়হান বলেন, জিজ্ঞাসাবাদে নান্নু জানিয়েছেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে তার সঙ্গে সংঘবদ্ধ চক্র জড়িত আছে। এ চক্র প্রবাসে বাঙালিদের অপহরণ করত। একই চক্রের অন্য সদস্যরা অপহৃত ব্যক্তির বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা আদায় করত।

সিআইডির এ কর্মকর্তা আরো বলেন, নান্নু মিয়াকে আদালত থেকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরো তথ্য বের হয়ে আসবে।

তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মালিবাগে সংবাদ সম্মেলন করবে সিআইডি। সে সময় এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।