শাহজালালে সোনা চোরাচালানের অভিযোগে নারীসহ আটক ২

SHARE

arrestহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার মধ্যরাতে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ দুজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা।

আটককৃতরা হলেন- মাহমুদা  হোসেন (২৬) ও মোহাম্মদ নুরুল্লাহ নুর (৪৫)। তাদের থেকে প্রায় এক কোটি ৬২ লাখ টাকার সোনা উদ্ধার করা হয়েছে বলে দাবি শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার বলেন, গোপনে খবর পেয়ে মাহমুদা হোসেনের জুতার ভিতর থেকে দুই কেজি ৪৪ গ্রাম ওজনের চারটি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর বর্তমান বাজারদর প্রায় এক কোটি ২২ লাখ টাকা। মাহমুদা হোসেনের পাসপোর্ট নম্বর-এ.এ-০০৮৯৩৭৫। তিনি মালোয়েশিয়ার কোয়ালালামপুর থেকে এমএইচ-১৯৬ নম্বর ফ্লাইটে ঢাকায় নামেন।

একই ফ্লাইটের আরেক যাত্রী মোহাম্মদ নুরুল্লাহ নুরের(৪৫) কাছ থেকে ৮০০ গ্রাম ওজনের আটটি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর বর্তমান বাজারদর প্রায় ৪০ লাখ টাকা। নুরুল্লাহ’র পাসপোর্ট নম্বর-এ.জি-২৩৪৩০৭৫।