ডিসেম্বরে ফাইনাল খেলা, প্রস্তুত হোন : নেতাকর্মীদের প্রতি কাদের

SHARE

আগামী ডিসেম্বরে ‘ফাইনাল খেলা’ হবে জানিয়ে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই খেলা দেশবিরোধী ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে জানিয়ে তিনি বলেন, এটা মাঠের খেলা নয়, রাজনীতির খেলা।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্যমেলা প্রাঙ্গণে এক সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ তাদের হারাতে পারবে না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী নির্বাচনে এগিয়ে যাব বিজয়ের সোনালী বন্দরে। আমরা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন চাই। আমাদের লিডার বারবার এ কথা বলে দিয়েছেন।’
কাদের বলেন, ‘আমাদের বিদেশি বন্ধুদের ম্যাসেজ দিতে চাই, আমরা ফ্রি, ফেয়ার নির্বাচন করব। এটা আমাদের অঙ্গীকার।’
সুধী সমাবেশে উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে কত লোক, লোকে লোকারণ্য। অনুষ্ঠানস্থল থেকে পথে পথে মানুষ আর মানুষ। বাইরে কয়েকটা সমুদ্র, এটা হয়ে গেছে মহাসমুদ্র। শুনতে পাচ্ছি জনতার মহাসমুদ্র।’
কাদের বলেন, ‘গতকাল ছাত্রসমাবেশ দেখে ষড়যন্ত্রকারীদের চোখে ঘুম নেই। এত ছাত্র, এত ছাত্র কোথা থেকে এলো! আজকে এই ছবি দেখলে তো তারা মুর্ছা যাবে। বড় বড় কথা বলে, কী করেছ? মেট্রোরেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে আরও কত কী!’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘হায়রে জ্বালা, অন্তর জ্বালা! তোমরা কী করলা! দেশ শাসন করলা হাওয়া ভবনের লুটপাট। তোমরা কী দিয়েছ? ঘোড়ার ডিম। বাংলাদেশের মানুষ বিএনপির কাছে কী পেল? একেবারে অশ্বডিম্ব।’
বিএনপি নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি নেতারা ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে। আন্দোলন তো নাই। মাঝে মাঝে গ্যাপ দেয়। ঘরে বসে বসে আনন্দে হিন্দি সিরিয়াল দেখে আর পুলিশের গতিবিধি দেখে! এর চাইতে কাপুরুষ! এক কাপুরুষ পালিয়ে গেছে। মুচলেকা দিয়ে লন্ডন শহরে আছে, আর নাকি রাজনীতি করবে না। সে নাকি নেতা! আন্দোলনের নেতা।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘তোমাদের আন্দোলনের নেতা কে? তোমাদের প্রধানমন্ত্রী কে হবে? হু ইস লিডার? তারেক রহমান, লুটপাটকারী, অর্থপাচারকারীকে কোনো দিনও মানেনি, কোনোদিনও মানবে না।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এদের বিরুদ্ধে লড়তে হবে। এক সাথে লড়াই করতে হবে। খেলা হবে৷ সামনে লড়াই। ডিসেম্বরে ফাইনাল খেলা।’
শেখ হাসিনার প্রশংসা করে সেতুমন্ত্রী বলেন, ‘এই প্রকল্পের উদ্বোধক, ডিজাইনার, রুট এলাইনমেন্ট সবকিছুই একজন পলিটিশিয়ান করতে পারেন৷ যেখানে যে সমস্যা ছিল, তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সমাধান করে দিয়েছেন, এখনো করছেন।’

কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা আমরা তাকে স্বাগত জানাই। তিনি মেট্রোরেলের উদ্বোধনে ছিলেন, আজকেও আছেন। দুই বোন এক সঙ্গে বসে আছে, কত ভালো লাগছে৷’