মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের পর এবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ওয়াশিকুর রহমান (২৭) নামে আরেক ব্লগারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বেগুনবাড়ি এলাকায় তাকে দুর্বৃত্তরা কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে ওয়াশিকুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন
তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ুন কবির জানান, “বেগুনবাড়ি দীপিকার ঢাল থেকে সোমবার সকালে ওয়াশিকুরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপরে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এএসআই আরও জানান, ওয়াশিকুরের পকেট থেকে পাওয়া তার ভোটার আইডি কার্ড থেকে জানা যায়- তিনি টিপু সুলতানের ছেলে। বেগুনবাড়ি তেজগাঁও এলাকায় তিনি থাকেন।




