মস্কো অভিমুখী দুটি যুদ্ধ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

SHARE

রুশ বাহিনী রাজধানী অভিমুখী ইউক্রেনের দুটি যুদ্ধ ড্রোন ভূপাতিত করেছে। নগরীর মেয়র আজ বুধবার এ কথা জানিয়েছেন।
মস্কোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর এটি সর্বশেষ প্রচেষ্টা।
হামলাকারীর কথা উল্লেখ না করে মস্কোর মেয়র সার্গেই সুবিয়ানিন টেলিগ্রামে বলেছেন, ‘দুটি যুদ্ধবিমানের মস্কোর দিকে উড়ে আসার বিষয়টি রেকর্ড করা হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা দুটি ড্রোন ভূপাতিত করা হয়।’
তিনি বলেন, একটি ড্রোন শহরের দক্ষিণ উপকন্ঠে ডোমোদেডোভো এলাকায় ভূপাতিত করা হয়েছে। অন্যটি রাজধানীর পশ্চিমে মিনস্ক হাইওয়ে এলাকায় গুলি করে ভূপাতিত করা হয়।
রুশ কর্মকর্তাদের মতে, এক সপ্তাহের মধ্যে মস্কোয় এটি অন্তত তৃতীয় ড্রোন হামলা। রোববার ও সোমবারও ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এর আগে গত ৩০ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, যুদ্ধ এখন রাশিয়ার দিকে আসছে।