যুক্তরাষ্ট্রকে রুখে দিল নেদারল্যান্ডস

SHARE

ওয়েলিংটনে যেন আবারো দেখা গেল ২০১৯ বিশ্বকাপ ফাইনালের মঞ্চায়ন। দুই ফাইনালিস্ট যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস এবার একই গ্রুপে পরস্পরের মুখোমুখি। কেউ কাউকে ছাড় না দেয়ার মানসিকতাই ম্যাচের ফলাফলেও দেখা গেল। মেয়েদের ফুটবলের বিশ্বআসরে দল দুটি ১-১ গোলের ড্র নিয়ে মাঠে ছাড়ে।
ই-গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্রের মেয়েরা টেবিলের শীর্ষে । সমান খেলায় নেদারল্যান্ডসের পয়েন্ট ৪ হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তারা দ্বিতীয় স্থানে। এক ম্যাচ খেলা পর্তুগাল ও ভিয়েতনাম এখনো পয়েন্টের মুখ দেখেনি।
বৃহস্পতিবার হওয়া ম্যাচের ১৯ মিনিটে ভিক্টোরিয়া পেলোভার পাসে বল নিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করে ডাচদের এগিয়ে দেন জিল রুর্ড।
বিরতির পর ৫৯ মিনিটে মার্কিন ফুটবলার লিন্ডসে হোরানকে বাজেভাবে ট্যাকেল করেন ড্যানিয়েল ফন ডি ডঙ্ক। এ সময় খেলা সাময়িকভাবে বন্ধ থাকে। ডি ডঙ্কের উপর রাগে ফুঁসতে থাকেন হোরান। মিনিট তিনেক পর নেন প্রতিশোধ। রোজ লাভেলের নেয়া কর্নার কিকে আসা বলে মাথা ছুঁইয়ে নিশানাভেদ করেন হোরান। সমতায় ফেরে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
খেলার বাকি সময়ে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে উঠলেও আর কোনো গোলের দেখা মেলেনি। ড্র নিয়ে গত আসরের ফাইনালিস্টদের সন্তুষ্ট থাকতে হয়।
২০১৯ সালে ফ্রান্সে হওয়া বিশ্ব আসরের ফাইনালে ডাচ মেয়েদের ২-০ গোলে হারিয়ে ট্রফি জয়ের স্বাদ পায় যুক্তরাষ্ট্র। এবার অবশ্য তাদের রুখে দিতে সক্ষম হয়েছে নেদারল্যান্ডস।