আইসিসি থেকে সুখবর পেলেন পাকিস্তানের শাকিল ও ভারতের সিরাজ

SHARE

দুর্দান্ত পারফরম্যান্স করার সুবাদে আইসিসি থেকে দারুণ সুখবর পেয়েছেন পাকিস্তানের সৌদ শাকিল এবং ভারতের মোহাম্মদ সিরাজ। আইসিসি প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা উচ্চতায় উঠে এসেছেন তার।
শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন পাকিস্তানের সৌদ শাকিল। প্রথম ইনিংসে ১০১ রানে ৫ উইকেট হারিয়ে পাকিস্তান চাপে পড়লে দুর্দান্ত ব্যাটিং করে দলকে বিপদমুক্ত করেন তিনি। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট খেলতে নেমে অপরাজিত থাকেন ২০৮ রান করে। দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে অর্ধ-শতকের দেখা পেয়েছেন শাকিল।
ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা এই বাঁহাতি ব্যাটার আইসিসি প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে বর্তমানে ১৫ নম্বর অবস্থানে রয়েছেন। ক্যারিয়ারের প্রথম সাতটি টেস্টেই ফিফটি করা প্রথম এবং একমাত্র ব্যাটসম্যান হিসেবে শাকিল পেছনে ফেলেছেন ভারতের সুনীল গাভাস্কার, ওয়েস্ট ইন্ডিজের বাসিল বুচার, পাকিস্তানের সাঈদ আহমেদ ও নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফকে।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে বল হাতে দারুণ ছন্দে ছিলেন ভারতের মোহাম্মদ সিরাজ। ত্রিনিদাদে বৃষ্টির কারণে ড্র হওয়া টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় পেসার নেন ৫ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ বোলারদের মধ্যে সিরাজ ছয় ধাপ এগিয়ে রয়েছেন ৩৩ নম্বরে।
আইসিসির নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের কারও উন্নতি হয়নি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন লিটন দাস। বোলারদের মধ্যে সবার ওপরে থাকা তাইজুল ইসলাম আছেন ২২ নম্বরে।