পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ বলেছেন, সন্ত্রাসবাদের বিপদকে পাক বাহিনী মাথা পেতে মোকাবেলা করছে। সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূলে পাকিস্তানের সে কোনো স্থানে সেনাবাহিনী অভিযান চালাবে বলেও ঘোষণা করেন তিনি।
সিএমএইচ লাহোর মেডিক্যাল কলেজের তৃতীয় কনভোকেশনে দেয়া ভাষণে এ আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, পরবর্তী প্রজন্মকে সন্ত্রাস মুক্ত ও সমৃদ্ধ পাকিস্তান দেয়ার সামগ্রিক চেষ্টা করতে হবে। জেনারেল রাহিল বলেন, সীমান্ত রক্ষকের ভূমিকার পাশাপাশি পাক সেনাবাহিনী দেশ উন্নয়নেও অগ্রণী ভূমিকা পালন করবে।