অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকে প্রথম নারী গভর্নর বুলক

SHARE

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকে প্রথম নারী গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মিশেল বুলক।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ১৯৬০ সালে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) প্রতিষ্ঠার পর বুলকই প্রথম নারী, যিনি সর্বোচ্চ পদে আসীন হতে যাচ্ছেন।
সাত বছরের জন্য গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন বুলক, যিনি বর্তমান গভর্নর ফিলিপ লোয়ের স্থলাভিষিক্ত হবেন।
অস্ট্রেলিয়ার আর্থিক খাতটি মূলত পুরুষ নিয়ন্ত্রিত। এ খাতে বেতনের ক্ষেত্রে জেন্ডার বৈষম্য দীর্ঘদিনের।
ওশেনিয়ার দেশটিতে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যেই গভর্নর হিসেবে নিয়োগ পেলেন বুলক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এক দশকের বেশি সময়ে সুদের হার সবচেয়ে বেশি বাড়িয়েছে ব্যাংকটি।
মিশেল বর্তমানে আরবিএর ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চলতি বছরের ১৮ সেপ্টেম্বর থেকে তার দায়িত্ব শুরু করবেন।
আরবিএতে ইনসাইডার হিসেবে পরিচিত বুলক প্রায় চার দশক আগে বিশ্লেষক হিসেবে ব্যাংকটিতে তার ক্যারিয়ার শুরু করেন।
গভর্নর হিসেবে নিয়োগের বিষয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার জনগণের স্বার্থে রিজার্ভ ব্যাংকের নীতি ও পরিচালন কার্যক্রম নিশ্চিতে আমি অঙ্গীকারবদ্ধ।’