রোববার পর্দা নামছে বিশ্বকাপ আসরের

SHARE

icc14ফুটবল বিশ্বকাপ, অলিম্পিকের মতো দুনিয়ার অলিতে-গলিতে স্পন্দন তোলার মতো জনপ্রিয়তা হয়তো এখনো হয়নি ক্রিকেটের। তার পরও আধুনিক বিশ্বে ক্রীড়াপ্রেমীদের কাছে ক্রিকেটের আবেদন নেহাত কম নয়। অগ্রসরমাণ ক্রিকেটের বিশ্বকাপ বিশাল এক জনগোষ্ঠীর বিনোদনের বড় অবলম্বন বটে। বিশেষ করে উপমহাদেশের জনসংখ্যাবহুল কয়েকটি দেশে।

বিশ্ব ভালোবাসা দিবসে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হয়েছিল আইসিসি ২০১৫ বিশ্বকাপের মাঠের লড়াই। ৪৩ দিনের অম্ল-মধুর লড়াই শেষে এখন বিদায়ের রাগিণী বাজছে। রোববার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামছে এবারের বিশ্বকাপ আসরের। পরবর্তী চার বছরের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণ হবে এই ফাইনালে।

ট্রফি জয়ের শেষ লড়াইয়ে মেলবোর্নে মুখোমুখি হবে একাদশ বিশ্বকাপের আয়োজক দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

এবার ৯০টি ৫০ ওভারের ম্যাচ দেখেছে ক্রিকেট বিশ্ব। ৯১তম ম্যাচ দিয়ে শেষ হবে বিশ্বকাপের লড়াই। ১৪টি ভেন্যুতে ক্রিকেটমোদীদের মাতিয়েছে ম্যাচগুলো। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেছেন, এবারের আসর ভেঙেছে অতীতের সব রেকর্ড। দর্শকপ্রিয়তা থেকে শুরু করে সব বিভাগেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ শীর্ষে উঠে গেছে।