হুতি বিদ্রোহীদের হুমকির মুখে সৌদি আরব ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় নগরী এডেন থেকে তাদের এবং অন্যান্য দেশের কূটনীতিকদের সরিয়ে নিয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, সৌদি নৌবাহিনী এক অভিযান চালিয়ে এই কূটনীতিকদের এডেন থেকে উদ্ধার করে।
সৌদি আরবের নেতৃত্বে আরব দেশগুলোর এক সামরিক জোট তিন দিন ধরে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও বিদ্রোহীদের অগ্রযাত্রা থামানো যায়নি।
ইয়েমেনের প্রেসিডেন্ট আবদরাব্বাহ মানসুর হাদি ইতোমধ্যে এডেন থেকে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নিয়েছেন।
আজ শনিবার মিসরের শার্ম আল শেখে আরব লীগের এক সম্মেলনে তাঁর হাজির থাকার কথা।
এই সম্মেলনে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে এক স্থল অভিযান নিয়ে আলোচনা হতে পারে।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থন যোগাচ্ছে ইরান। ইয়েমেনের বিরাট অংশ এখন কার্যত তারাই নিয়ন্ত্রণ করছে। এ নিয়ে সৌদি আরব ভীষণভাবে উদ্বিগ্ন।
সূত্র : বিবিসি।