নিজের সব সম্পত্তি দান করবেন অ্যাপেল-কর্তা

SHARE

tim kukঅ্যাপেল প্রধান স্টিভ জোবস অসুস্থ থাকাকালীন সময়ে তাকে সুস্থ করতে নিজের লিভারকেই দিয়ে দিতে চেয়েছিলেন বর্তমান অ্যাপেল সিইও টিম কুক ৷ কিন্তু স্টিভ জোবস তা প্রত্যাখ্যান করেন ৷ পরবর্তিতে মারাও যান অ্যাপেল প্রধান স্টিভ জোবস ৷ সেই সময় টিম কুকের সেই বার্তা সারা বিশ্বের নজরে আসে৷আবারও খবরের শিরোনামে টিম কুক ৷ ফরচুন ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে অ্যাপেল সিইও টিম কুক জানান, তিনি তার সমস্ত সম্পত্তি দান করে দেবেন কোন স্বেচ্ছাসেবী সংস্থাকে ৷ প্রসঙ্গত, অ্যাপেল প্রধান টিম কুকের মোট সম্পত্তির পরিমাণ ৭৮৫০ লাখ ডলার ৷ তবে তিনি জানিয়েছেন, সম্পত্তির কিছু অংশ তিনি রেখে দেবেন তাঁর ভাইপোর পড়াশোনার খরচ চালানোর জন্য ৷৫৪ বছর বয়সি টিম কুকের আগে এমনই জনসেবামূলক কাজে এগিয়ে এসেছেন মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এবং ওরাকেল-এর প্রধান ল্যারি এলিসন ৷