ইউক্রেন যুদ্ধাবসানে সহায়তা করতে চায় ইউএই

SHARE

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময় শুক্রবার বলেছেন, দেশটি ইউক্রেন যুদ্ধাবসানের প্রচেষ্টায় যেকোনো উপায়ে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
ইউএইর প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেনের ব্যাপারে আপনার কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চিত থাকতে পারেন যে, যদি ইউএই পরিস্থিতি স্থিতিশীল করতে এবং মানবিক বিভিন্ন বিষয়ে কোনো ভূমিকা পালন করতে পারে, তাহলে আমরা যেকোনো উপায়ে সহায়তা করতে প্রস্তুত রয়েছি।’
সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার জন্য ইউএই প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান। বিশেষকরে তিনি উল্লেখ করেন যে, সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে (এসপিআইইএফ) সংযুক্ত আরব আমিরাতের কোম্পানিগুলোর অংশগ্রহণ এ দুই দেশের মধ্যে সহযোগিতা বিকাশের প্রমাণ মিলেছে।
পরিশেষে তিনি বলেন, ‘আমরা একটি শক্তিশালী এবং মজবুত সম্পর্কের জন্য প্রস্তুত। এটার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ।’
এ দুই প্রেসিডেন্ট শুক্রবার এসপিআইইএফ সম্মেলনের ফাঁকে আলোচনা করেন এবং প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনে অংশগ্রহণকারী ইউএইর বিভিন্ন পদক্ষেপের বিষয় মূল্যায়ন করেন।
খবর তাস