দিনে ২২ ঘণ্টা কাজ করে ৪০০০ ক্রীতদাস!

SHARE

worker induপ্রায় চার হাজার বিদেশি মৎস্যজীবীকে ক্রীতদাস করে ইন্দোনেশিয়ায় আটকে রাখা হয়েছে। সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ্যে এসেছে।

শুক্রবার ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন ইন ইন্দোনেশিয়ার ডেপুটি চিফ স্টিভ হ্যামিলটন এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। তবে এত জন মৎস্যজীবী কোন দেশে থেকে এবং কীভাবে এলেন, তা নিয়ে স্পষ্ট ধারনা নেই কারোরই। মনে করা হচ্ছে বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ডের বাসিন্দা এরা।

 
চার হাজারের মধ্যে অন্তত দুহাজার জনকে ইন্দোনেশিয়ার সমুদ্র-শহর বেনজিনাতে একটি কার্গো জাহাজে কাজ করানো হয়। এই দলে এদের মধ্যে কেউ ১০ বছর ধরে, কেউ ২০ বছর ধরে ক্রীতদাস হয়ে রয়েছেন। নামমাত্র মজুরিতে ২০ থেকে ২২ ঘণ্টা সমুদ্রের জলে ভিজে ভিজে কাজ করতে হয় এদের। ছুটির দিন বলতে কিছু নেই। ক্লান্ত হয়ে পড়লে লাথি মেরে, চাবুক মেরে, বেত মেরে কাজ করানো হয়। খবর ছড়িয়ে পড়তেই ইন্দোনেশিয়া সরকার এ নিয়ে তদন্ত কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছে।