লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর রেলওয়ে রুটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবকের নাম বাবুল হোসেন (৩০)। উপজেলার গড্ডিমারী ইউনিয়নের আলী আকবরের ছেলে তিনি।
বড়খাতা রেলওয়ে স্টেশনের মাস্টার আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার রাত ১টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দরগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বড়খাতা রেল স্টেশনে প্রবেশ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান বাবুল। তার বাম হাতটি দ্বিখণ্ডিত হয়ে গেছে।
নিহতের বড়ভাই আবুল হোসেন বলছেন, রেললাইন পার হতে গিয়েই এ কাটা পড়েছেন বাবুল।
তবে লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে আসার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।’