অভিজিৎ হত্যাকাণ্ড: বুয়েট শিক্ষক ফারসীম ডিবিতে

SHARE

ovijitব্লগার ও বিজ্ঞান বিষয়ক লেখক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মাদীকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টার সময় ফারসীম ডিবি কার্যালয়ে যান।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় ফারসীম মান্নান মোহাম্মদীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হয়। বিকাল তিনটার দিকে তিনি ডিবিতে আসেন।

হত্যাকাণ্ডের আগে তার সঙ্গে একটি বৈঠকে অংশ নিয়েছিলেন অভিজিৎ রায়। এ ব্যাপারে অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় এ বৈঠকটি সন্দেহজনক উল্লেখ করে ফারসীম মান্নান মোহাম্মদীর ভূমিকা খতিয়ে দেখতে গোয়েন্দাদের অনুরোধ জানান। এ বিষয়ে জানতেই তাকে ডিবিতে ডাকা হয়।

গত ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ে দুর্বৃত্তরা অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে। একই ঘটনায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন। আহত বন্যা বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।