প্রেসিডেন্ট দিলমাকে অভিশংসনের পক্ষে ৬০% ব্রাজিলীয়

SHARE
dilmaঅর্থনৈতিক মন্দা, রাষ্ট্রীয় তেল কোম্পানিতে দুর্নীতির দায়ে প্রেসিডেন্ট দিলমা রুসেফের অভিশংসনের পক্ষে মত দিয়েছেন প্রায় ৬০% ব্রাজিলীয়।
 
দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্ট ফেডারেশনের(সিএনটি)অর্থায়নে জরিপকারী প্রতিষ্ঠান এমডিএ’র পরিচালিত এক জরিপের ভিত্তিতে এমন তথ্য প্রকাশ করা হয়েছে স্থানীয় সময় সোমবার । খবর নিউ ইর্য়ক টাইমস,রয়টার্স
 
এ বছরের মার্চ মাসের ১৬ থেকে ১৯ তারিখ পর্যন্ত পরিচালিত ওই জরিপে দুই হাজার দুইজন মানুষ অংশ নেয়।
 
জরিপে দেখা যায়, ৫৯.৭% মানুষ বর্তমান প্রেসিডেন্ট দিলমার অভিশংসন চায় এবং ৬৮.৯% মানুষ রাষ্ট্রীয় তেল কোম্পানি প্রেটোব্রাসে দুর্নীতির জন্য প্রেসিডেন্ট দিলমা রুসেফকে দায়ী মনে করেন।
 
জরিপকারী প্রতিষ্ঠানটি জানায়, দেশটির ৬৪.৮% মানুষ বর্তমান সরকারকে নেতিবাচক মনে করে। মাত্র ১০% মানুষ ইতিবাচকভাবে দেখে।
 
দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বিরোধী দল পিএসডিবি’র নেতা ফার্নান্দো হেনরিক কারডোসো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন,পুনর্নির্বাচনের অল্প সময়ের মধ্যে রুসেফকে সরিয়ে দেয়া হলে তা গণতন্ত্রের জন্য ধংসাত্মক হতে পারে। বিশেষত আদালত যখন প্রেটোব্রাস দুর্নীতির সাথে প্রেসিডেন্ট দিলমার জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি।
 
গত বছরের অক্টোবরে নির্বাচনের আগে এমডিএ পরিচালিত এক জরিপে দেখা যায়, দেশটির ৪১% মানুষ দিলমাকে খুবই ইতিবাচকভাবে এবং ২৩.৫% মানুষ নেতিবাচকভাবে মূল্যায়ন করেছিল।কিন্তু নতুন এই জরিপে দেখা যায়, দিলমার জনপ্রিয়তা আগের চেয়ে  ১৮.৯% কমেছে।
 
এই জরিপে আরো দেখা যায়, যদি এখন নির্বাচন হয় তাহলে বিরোধী দল পিএসডিবির নেতা অ্যাএসিও নেভেস জয়ী হবেন। কেননা দেশটির ৫৫.৭% মানুষ নেভেসকে ভোট দিবেন। যিনি গত নির্বাচনে তিনি বর্তমান প্রেসিডেন্টের কাছে পরাজিত হয়েছিলেন। আর মাত্র ১৬.৬% মানুষ এ নির্বাচনে দিলমাকে ভোট দিবেন।
 
দেশটির বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে ৯২.৮% মানুষ উদ্বিগ্ন-এমন চিত্রও ফুটে উঠেছে এ জরিপে।